আপনি আছেন » প্রচ্ছদ » খবর

মসুর ডালের বড়া তৈরির সহজ রেসিপি

উপকরণঃ
- ১ কাপ মসুর ডাল
- ১ কাপ আলু সেদ্ধ
- চালের গুঁড়ো বা ময়দা প্রয়োজন মতো
- ১ চিমটি হলুদ গুঁড়ো
- আধা চা চামচ মরিচগুঁড়ো
- লবণ স্বাদমতো
- ১ চা চামচ মরিচ কুচি
- ২ চা চামচ পেঁয়াজ বাটা

পদ্ধতিঃ
- প্রথমে মসুর ডাল ধুয়ে শুকনো করে সেদ্ধ করে নিন। এরপর আলু সেদ্ধ হাতে পিষে মসুর ডালের সাথে ভালো করে মিশিয়ে নিন।
- এতে বাকি মসলা দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রন তৈরি করুন। এরপর মিশ্রণটি খুব নরম না হয় তার জন্য চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন। সব থেকে ভালো হয় যদি আপনি মিশ্রন দিয়ে হাতে তালুতে গোল গোল বল তৈরি করতে পারেন। তাহলে বুঝবেন মিশ্রণটি ভালো হয়েছে।
- এরপর এই মিশ্রণটি থেকে অল্প করে মিশ্রন নিয়ে অল্প চেপে বল তৈরি করুন। খুব বেশি চাপবেন না এতে ময়দা বসে যাবে এবং ভাজলে কাঁচা থাকবে। শুধু আকার দেয়ার জন্য যতোটা প্রয়োজন।
- এরপর ডুবোতেলে ভাজার জন্য তেল গরম করে অল্প আঁচে লালচে করে ভেজে তুলুন। কিচেন টিস্যুতে নামিয়ে বাড়তি তেল শুষে নিন।
- ব্যস, এবার গরম গরম পরিবেশন করুন সসের সাথে।