আপনি আছেন » প্রচ্ছদ » খবর

অসহায় রোহিঙ্গাদের জন্য আনা ত্রাণ দিতে দেয়নি বৌদ্ধরা

ত্রাণভর্তি জাহাজের ওপর উগ্রবাদীদের হামলার কারণে ত্রাণ বিতরণ করতে পারে নি আন্তর্জাতিক রেডক্রস। অথচ ত্রাণের অপেক্ষায় ছিল হাজার হাজার রোহিঙ্গা মুসলমান। বৌদ্ধ জঙ্গি আর সেনাবাহিনীর হামলায় সব হারানো এসব রোহিঙ্গার জন্য খুব বেশি প্রয়োজন ছিল কিছু ত্রাণ সাহায্যের।

মিয়ানমারের পত্রিকা গ্লোবাল নিউ লাইটের সংবাদ অনুসারে, রেডক্রসের ওই জাহাজে ৫০ টন ত্রাণসামগ্রী ছিল কিন্তু ৩০০ উগ্রবাদী বৌদ্ধ জাহাজটিকে ত্রাণ বিতরণে বাধা দেয়। উগ্রবাদীরা জাহাজটিকে সব ত্রাণসামগ্রী নামাতে বাধ্য করে কিন্তু জাহাজটিকে যেতে বাধা দেয়। তারা জাহাজের ওপর পাথর ও ককটেল ছোঁড়ে এবং এতে জাহাজের কয়েকজন কর্মকর্তা আহত হন।এ সময় ঘটনাস্থলে দাঙ্গাপুলিশ ছিল।

রেডক্রসের এশিয়া অঞ্চলের মুখপাত্র গ্রাজিলা লিতি পিকোলি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, রেডক্রসের কোনো কর্মী আহত হন নি। রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠানো অব্যাহত থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

/পার্স টুডে