আপনি আছেন » প্রচ্ছদ » খবর

জাগপা সভাপতির মৃত্যুতে বেগম জিয়ার শোক

বিশদলীয় জোটের অন্যতম শরীক জাগপা’র সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ শফিউল আলম প্রধান রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। শফিউল আলম প্রধান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাগপা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে গভীর শোক ও সমবেদনা জানান। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বদা অকুতোভয় এই রাজনীতিকের জাতীয়তাবোধ ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। বেগম জিয়া মরহুমের পরিবারের সকল সদস্যের সার্বিক খোঁজ খবরও নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন “কীর্তিমান রাজনীতিবিদ মরহুম শফিউল আলম প্রধান এর মৃত্যুতে দেশের সাধারণ মানুষের মত আমিও গভীরভাবে সমব্যথী। শফিউল আলম প্রধান ছিলেন দেশমাতৃকার মুক্তি সংগ্রামের একজন বলিষ্ঠ সংগঠক। দেশের স্বায়ত্ত-শাসনের আন্দোলন থেকে শুরু করে বাক-ব্যক্তি ও নাগরিক স্বাধীনতাসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন অগ্রপথিক। স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতাত্তোর বাংলাদেশের ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র শফিউল আলম প্রধান রাষ্ট্রশক্তির দানবীয় হুমকির মুখেও অন্যায়, অন্যায্য ও দু:শাসনের বিরুদ্ধে সত্য উচ্চারণে ছিলেন নির্ভীক। মানবকল্যাণের মহানব্রতই তিনি রাজনীতির লক্ষ্য বলে মনে করতেন। তিনি মনে-প্রাণে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। ব্যক্তি জীবনেও মরহুম প্রধান ছিলেন অত্যন্ত উদার, সজ্জ্বন এবং বিনয়ী স্বভাবের মানুষ। দেশের এই দূর্দিনে তার মত একজন প্রাজ্ঞ ও আদর্শ নিষ্ঠ দেশপ্রেমিক রাজনীতিবিদের পৃথিবী থেকে চির বিদায়ে আমি গভীরভাবে শোকার্ত। আমি মরহুম শফিউল আলম প্রধানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।