আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ধনেপাতার মজার ভর্তা তৈরি করার রেসিপি

উপকরণ – ধনেপাতা ২আটি, কাচামরিচ ৩ টা, রশুন ৩কুয়া, পিয়াজ কুচি ১টেবিল চামচ, লবন স্বাদমত, তেতুল ১টেবিল চামচ, চিনি /গুর ১চা চামচ

যেভাবে তৈরী করতে হবে – ধনেপাতা ধুএ পানি ঝরিয়ে নিন। তাওয়ায় কাচামরিচ,রশুন ও পিয়াজ টেলে নিন। ধনেপাতা ও টেলে রাখা উপকরণ বেটে তেতুল ও চিনি মিশিয়ে আরেকবার বেটে পরিবেশন করুন।

টিপস – ধনেপাতা টেলে ভর্তা করা যাবে কিন্তু রঙটা খুব একটা ভালো আসেনা