প্রথমেই আপনাকে বলব রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বক ভাল করে পরিষ্কার করে নেবেন। আপনার ত্বক যে ধরনেরই হোক না কেন সারাদিনের ধুলো, ময়লা, দূষণ আর মেক-আপের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে অবশ্যই প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগেত্বক পরিষ্কার করা একান্ত জরুরি। আপনার যেহেতু তৈলাক্ত ত্বক, তাই মুখ ধোওয়ার জন্য ফেস ওয়াশ বা ক্লেনজ়িং লোশন ব্যবহার করতে পারেন। ক্লেনজ়িং করার পরে মুখ অবশ্যই জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলবেন। এছাড়া আপনি রোজ়-বেসড কোনও স্কিন টনিকও লাগাতে পারেন। আপনার ত্বক যেহেতু তৈলাক্ত, তাই আমি বলব নাইট ক্রিম এড়িয়ে চলাই ভাল। ইচ্ছে হলে ওয়াটার বেসড ময়শ্চারাইজ়ার লাগাতে পারেন।