আমরা চুলের যত্নে বিভিন্ন রকম তেল ব্যবহার করে থাকি। কিন্তুু অনেকেরই অভিযোগ সেসব তেলে চুল পড়ে। তাই আপনি বাজারের ঝামেলাপূর্ণ তেল ব্যবহার না করে ঘরে বসে ব্যবহার করতে পারেন বাদাম তেল। যা আপনার চুলকে শক্ত ও মজবুত করবে। এবং চুল পড়া করবে বন্ধ।এটি খুব সহজ একটি উপায়। আপনি বাদাম তেল ঘরে বসে ব্লেন্ড করতে পারেন অথবা মিল থেকে করিয়ে আনতে পারেন। তারপর এ বাদাম তেল একটি পাত্রে গরম করে একটু একটু হাতে নিয়ে আস্তে আস্তে মাথার তালুতে মাখবেন। এভাবে আলতো করে পুরো মাথায় দিয়ে তার পরদিন শ্যাম্পু করে ফেলুন। দেখবেন আপনার চুল হবে ঝলমলে এবং মজবুত।