আপনি আছেন » প্রচ্ছদ » খবর

আন্ডার আর্ম এর কালো দাগ দূর করার উপায়

১। প্রথমেই হেয়ার রিমুভিং ক্রিম ব্যবহার করা বন্ধ করুন। কারণ হেয়ার রিমুভিং ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে আন্ডার আর্ম কালো হয়ে যায়।

২। আন্ডার আর্মের লোম পরিষ্কার করতে ওয়াক্সিং করা খুব ভালো। ওয়াক্সিং এর সময় লেবু ও চিনির মিশ্রণ ব্যবহার করা হয়, যা কিছু দিন ব্যবহার করলে আপনার স্কিন টোনকে উজ্জ্বল করবে।

৩। বেসন , টক দই, লেবুর রস, অল্প হলুদ মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। সপ্তাহে ৩ দিন এই পেস্টটি আন্ডার আর্মে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৪। অনেকেই আন্ডার আর্ম পরিষ্কার করার জন্য রেজার ব্যবহার করে থাকেন। কিন্তু রেজার ব্যবহারের ফলে আন্ডার আর্ম কালো হয় যায় এবং লোম আরও ঘন হয়। তাই রেজার ব্যবহার না করাই ভালো।

৫। আন্ডার আর্মের কালো দাগ রোধ করতে মুলতানি মাটি, মধু ও পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।