ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে ৪৭ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং।
এর আগে ১৫৬ ওয়ানডে খেললেও সাকিবের সর্বোচ্চ উইকেট ছিল ১৬ রানে ৪ উইকেট। সাকিব এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছে ৬ বার। যা বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে সর্বোচ্চ।
জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা মূলত সাকিবের ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে তারা ১২৮ রানে অলআউট হয়। আর বাংলাদেশ জয় পায় ১৪৬ রানের বিশাল ব্যবধানে। জিম্বাবুয়ের কাছে তাই সাকিব মূর্তিমান আতঙ্ক হয়েই থাকলো। দশ ওভার শেষে সাকিবের বোলিং ফিগার ছিল এরকম ১০-০-৪৭-৫।
প্রথম স্পেলে ৭ ও পরের স্পেলে ১ ওভার বোলিং করেন সাকিব। অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে ৭ রান খরচ করেন এই বাঁহাতি। তবে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে জিম্বাবুয়ে শিবিরে আঘাত করেন তিনি। শুরুটা করেন চামু চিভাভাকে ফিরিয়ে। এক ওভার পর ১৪তম ওভারের প্রথম বলে শন আরভিনকে ফেরাতে দ্বিধা করেননি সাকিব।
১৮তম ওভারে বিপদজনক ব্যাটসম্যান শন উইলিয়ামসকে (৮) সরাসরি বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তিনি। প্রথম স্পেলে ৭ ওভার বোলিং করে ২৪ রানে তুলে নেন ৩ উইকেট।
২৯তম ওভারে মাশরাফি আবারও সাকিবের হাতে বল তুলে দিলে প্রথম ওভারে ১৬ রান খরচ করেন তিনি। কিন্তু দ্বিতীয় ওভারে ক্রেমারকে আর্ম বলে এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলে সাজ ঘরের পথ দেখান সাকিব। নিজের শেষ ওভারের শেষ বলে তিনাশে পানিয়াঙ্গারা সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে বল ক্লিন বোল্ড হন।
উল্লেখ্য, ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক।
সাকিবের সেরা ৫ বোলিং ফিগার
ওভার |
রান |
উইকেট |
প্রতিপক্ষ |
ভেন্যু |
১০ |
৪৭ |
০৫ |
জিম্বাবুয়ে |
ঢাকা |
০৫ |
১৬ |
০৪ |
ওয়েস্ট ইন্ডিজ |
চট্টগ্রাম |
১০ |
৩৩ |
০৪ |
নিউজিল্যান্ড |
ক্রাইস্টচার্চ |
০৯ |
৩৯ |
০৪ |
জিম্বাবুয়ে |
ঢাকা |
০৮ |
৪১ |
০৪ |
নিউজিল্যান্ড |
ঢাকা |