স্মার্টফোনেই এখন আমাদের যাবতীয় কাজ। তাই ফোনে চার্জ থাকা খুব দরকার। কিন্তু স্মার্টফোনে একটু বেশিক্ষণ কাজ করলেই চার্জ কমে যায়। রাস্তা ঘাটে ফোনের চার্জ শেষ হয়ে গেলেই বিপদ। ফোনে কাজ করুন কিংবা না করুন। ফোনকে আমরা একেবারেই কাছছাড়া করতে চাই না। এছাড়া সোশ্যাল মিডিয়া তো আছেই। সারাদিন সোশ্যাল মিডিয়ায় খুটখাট। আর তাতেই শেষ চার্জ। আর তখনই মুখ ভার। কত আর পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরা যায়। কিন্তু হাতে যদি একখানা আপেল থাকে, তাহলে যেখানে সেখানে ফোনে চার্জ দিয়ে নিতে পারবেন। অবাক লাগছে? লাগলেও.. কীভাবে আপেল থেকে ফোনে চার্জ করবেন? দেখে নিন নিচের ভিডিও থেকে।