বাংলাদেশি বংশদ্ভুত বেলজিয়ামের গায়ক আশিক ও আবিদের গানে মিউজিক ভিডিওতে নাচলেন নায়লা নাইম ও অমৃতা খান।নেচে নেচে মাতালেন কোক স্টুডিওর শুটিং ফ্লোর। খালিদ মাহমুদের পরিচালনা ও কোরিওগ্রাফিতে মধুর মেয়ে শিরোনামে গানটির মিউজিক ভিডিওর শুটিং হলো শুক্রবার কোক স্টুডিওতে।গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আশিক ও আবিদ।
মিউজিক ভিডিওতে তাদের সাথে মডেল হিসেবে ছিলেন নায়লা নাইম ও অমৃতা খান। মিউজিক ভিডিওটির পরিচালক খালিদ মাহমুদ বলেন, গানটি বেশ দারুন। একটা তাল আছে। কোরিওগ্রাফিও দশকদের ভালো লাগবে। আর বাড়তে পাওনা হিসেবে থাকলে নায়লা নাইম ও অমৃতার দারুন পারফামেন্স। মিউজিক ভিডিওর ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন, মাহমুদ ইমন। ডিরেক্টর অফ ফটোগ্রাফি করেছেন বিশ্বজিত দত্ত।