এলাচের যত গুণ
খাবারের স্বাদ ও ঘ্রান বাড়ানোর জন্য মূলত রান্নায় এলাচ দেওয়া হয়। কিন্তু জানেন কি রান্না ছাড়া এলাচ খেলে তা মানুষকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে রক্ষা করবে ? প্রতিদিন মাত্র ১টি এলাচ খাওয়ার অভ্যাস থাকলেই নানা রকম সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। আসুন তাহলে জেনে নেই …..