আপনি আছেন » প্রচ্ছদ » খবর

কাতারের সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েন করবে তরুস্ক

কাতারের সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের জন্য একটি আইন অনুমোদন করেছে তুরস্কের সংসদ। গত মে মাসে এ আইনের খসড়া তৈরি করা হয়েছিল। বিলটির পক্ষে ২৪০টি ভোট পড়েছে। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টি এবং জাতীয়তাবাদী বিরোধীদল এমএইচপি ব্যাপকভাবে বিলের প্রতি সমর্থন দিয়েছে। যখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কাতারের তীব্র টানাপড়েন চলছে তখন দোহার প্রতি সমর্থন জানানোর জন্য আজ (বুধবার) এ বিল অনুমোদন করা হয়।

তুরস্কের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কাতার। দেশটিতে একটি সামরিক ঘাঁটি স্থাপন করছে আঙ্কারা। এছাড়া, মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটিও রয়েছে কাতারে। উগ্রবাদীদের অর্থ যোগানোর কথিত অভিযোগ কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর। এসব দেশ কাতারের সঙ্গে অভিন্ন সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং বিমান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অভিযোগ পরিষ্কার ভাষায় অস্বীকার করে আসছে কাতার।

- পার্স টুডে