আপনি আছেন » প্রচ্ছদ » খবর

১৮১ রানে অলআউট আয়ারল্যান্ড, বাংলাদেশের টার্গেট ১৮২

ত্রিদেশীয় সিরিজের ৪র্থ ম্যাচে ডাবলিনে আজ মুখোমুখি হয় বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ড। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। প্রথম ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভার খেলে ১০ সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮১ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড দল। আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন এড জয়েস। এছাড়া নায়াল ওব্রাইন করেন ৩০ রান। বাংলাদেশ দলের হয়ে ৯ ওভারে ২৩রান দিয়ে ৪টি উইকেট দখল করেন মুস্তাফিজ। মাশরাফি, সাঞ্জামুল ২টি করে উইকেট তুলে নেন। সাকিব ও মোসাদ্দেক ১টি করে আইরিশ উইকেটের পতন ঘটাতে সক্ষম হন। জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ১৮২। 

দেখে নিন সংক্ষিপ্ত স্কোর কার্ড

  Ireland innings (50 overs maximum) R B 4s 6s SR
EC Joyce c Tamim Iqbal b Sunzamul Islam 46 74 3 0 62.16
PR Stirling c Sabbir Rahman b Mustafizur Rahman 0 3 0 0 0.00
WTS Porterfield* c & b Mosaddek Hossain 22 25 3 1 88.00
A Balbirnie b Shakib Al Hasan 12 24 0 1 50.00
NJ O Brien† c Tamim Iqbal b Mustafizur Rahman 30 42 1 1 71.42
KJ O Brien c Mosaddek Hossain b Mustafizur Rahman 10 11 1 0 90.90
GC Wilson c †Mushfiqur Rahim b Mustafizur Rahman 6 17 0 0 35.29
GH Dockrell c †Mushfiqur Rahim b Mashrafe Mortaza 25 50 1 0 50.00
BJ McCarthy lbw b Sunzamul Islam 12 23 1 0 52.17
  TJ Murtagh not out 5 9 0 0 55.55
PKD Chase c †Mushfiqur Rahim b Mashrafe Mortaza 0 1 0 0 0.00
  Extras (b 1, lb 4, w 8) 13        
  Total (all out; 46.3 overs) 181 (3.89 runs per over)

 

  Bowling O M R W Econ  
  Rubel Hossain 8 1 41 0 5.12 (2w)
Mustafizur Rahman 9 2 23 4 2.55 (2w)
Mashrafe Mortaza 6.3 1 18 2 2.76 (3w)
Mosaddek Hossain 6 0 21 1 3.50  
Shakib Al Hasan 9 0 38 1 4.22  
  Mahmudullah 3 0 13 0 4.33  
Sunzamul Islam 5 0 22 2 4.40 (1w)

 

Fall of wickets 1-0 (Stirling, 1.3 ov), 2-37 (Porterfield, 8.3 ov), 3-61 (Balbirnie, 14.2 ov), 4-116 (NJ O Brien, 27.3 ov), 5-126 (Joyce, 28.6 ov), 6-134 (KJ O Brien, 31.4 ov), 7-136 (Wilson, 33.1 ov), 8-171 (McCarthy, 43.2 ov), 9-180 (Dockrell, 46.2 ov), 10-181 (Chase, 46.3 ov)