আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বন্ধ হয়ে যাচ্ছে 'মেমবউ' সিরিয়াল

গুঞ্জনটা ছিল বহুদিন ধরেই যে ‘মেমবউ’ ধারাবাহিকটি সম্ভবত বন্ধ হয়ে যাবে। এই নিয়ে বারংবার প্রশ্ন করেও উত্তর মেলেনি প্রযোজক সংস্থার কাছে। চ্যানেল কর্তৃপক্ষও দূরভাষে ধরা দেননি কিছুতেই। কিন্তু টেলিপাড়ার সূত্রের খবর, ‘মেমবউ’য়ের বাংলা ভ্রমণ শেষ আপাতত। গত বছর শারদোৎসবের আবহাওয়ায় বাঙালিকে প্রচুর ‘মেমে’ আইডিয়া দিয়েছে এই ধারাবাহিক। যদিও তাতে মেমবউ-অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়ের বদলে প্রচার পেয়েছেন মোনালি ঠাকুর। মুখের সাযুজ্য দেখে বাঙালি দর্শক ধরেই নিয়েছিলেন যে মোনালি ঠাকুরকেই সাদা ভূত সাজিয়ে উইগ পরিয়ে ‘মেমবউ’-রূপ দেওয়া হয়েছে।

জানেন কে এই মেমবউ? তবে যতই রংতামাশা করা হোক না কেন, গত সাত-আট মাস ধরে প্রচুর পরিশ্রম করেছেন কলাকুশলীরা। মেমবউয়ের বিচিত্র উইগ আর দুর্বল অভিনয় বাদ দিলে বাংলা টেলিভিশনের বাঘা বাঘা শিল্পীরা কাজ করেছেন। কিন্তু দর্শক পছন্দ করেননি। টাইম স্লট পাল্টে বিকেল পাঁচটা থেকে এনে ফেলা হয়েছে রাত সাড়ে এগারোটায়। রাতদুপুরে লোকে গা ছমছম ভূতের কেত্তন দেখতে পছন্দ করেন ভেবে চিত্রনাট্যকার মেমকে মেরে ভূত বানিয়ে ছেড়েছেন কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। এবার তবে বিদায় দেওয়ার পালা। টেলিপাড়া সূত্রের খবর, এখন ধারাবাহিকের শেষ পর্যায়ের শ্যুটিং চলছে। ওদিকে গতকালের এপিসোডে ক্যারলের ভূত যা তাণ্ডব শুরু করেছে, তাতে মনে হয় খুব তাড়াতাড়িই এসপার নয় ওসপার হবে। অর্থাৎ আর দিন দশ-পনেরোর মধ্যেই শেষ হয়ে যেতে পারে এই ধারাবাহিক।