বেকিং সোডা ও ওয়াশিং সোডা জামা কাপড় জীবাণুমুক্ত করে স্যানিটাইজ করতে সাহায্য করে। ক্যাসটাইল সোপ কাচার সময় ফেনা হতে সাহায্য করবে। শুধু জামা কাপড় নয়, বাড়ির মেঝেও এই সোপ দারুণ ভাবে পরিষ্কার করে। এসেনশিয়াল অয়েল ধোওয়ার পর জামা, কাপড়ে সুন্দর গন্ধ রেখে যায়।
কী কী লাগবে
বেকিং সোডা: ১৬ কাপ, ওয়াশিং সোডা: ১২ কাপ, লিক্যুইড ক্যাসটাইল বা গ্লিসারিন সোপ: ৮ কাপ, টি ট্রি অথবা ল্যাভেন্ডার অথবা লেমন এসেনশিয়াল অয়েল: ৩ টেবল-চামচ
কী ভাবে বানাবেন
একটা বড় বাটিতে বেকিং সোডা, ওয়াশিং সোডা ও লিক্যুইড সোপ মিশিয়ে নিন। সব শেষে এসেনশিয়াল অয়েল মিশিয়ে বোতলে ভরে রেখে দিন।
কী ভাবে ব্যবহার করবেন
এক বালতি জলে ১/৮ কাপ এই হোমমেড লন্ড্রি ডিটারজেন্ট দিন। এক বার বানিয়ে রাখলে চার জনের পরিবারে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই হোমমেড ডিটারজেন্ট।