আপনি আছেন » প্রচ্ছদ » খবর

হেসে খেলে পাঞ্জাবকে হারালো দিল্লি

কলকাতায় হারার পর দেশের রাজধানীতে গিয়ে হারল কিংস ইলেভেন পঞ্জাব। প্রীতি জিন্টার দলকে ৫১ রানে হারাল দিল্লি ডেয়ারডেভিলস। অনায়াসেই ম্যাচ বের করে নিল জাহির খানের দল।  ১৮৯ রানের টার্গেট গিয়েছিল দিল্লি। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে পঞ্জাবের উইকেট পড়তে থাকে। কখনই পঞ্জাবকে দেখে মনে হয়নি, তারা এই ম্যাচ বের করতে পারেনি। ম্যাক্সওয়েল শূন্য রানে আউট হন। ডেভিড মিলারও ব্যর্থ। আবারও ডোবালেন হাসিম আমলা। দলের সেরা ব্যাটসম্যানরা ব্যর্থ হলে ‌যা হওয়ার তাই হল, সহজেই ম্যাচ বের করে নিলেন জাহির খানরা। কৃতিত্ব দিতে হবে দিল্লি অধিনায়ক জাহিরকে। পাওয়ার প্লে-তে শাহবাজ নাদিমকে আনেন। ২ ওভার বল করে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তবে ম্যাচের শেষ দুওভারই ফারাক গড়ে দিল। ১৮৮ রানে শেষ হয় দিল্লির ব্যাটিং। ফিরোজ শাহ কোটলার স্লো পিচে ১৮৯ তাড়া করা সহজ কাজ নয়। তার উপরে আবার দিল্লি আইপিএল-র অন্যতম সেরা বোলিং লাইন আপ।

এই দিন দিল্লি ডেয়ারডেভিলসের শুরুটা বেশ ভাল হয়েছিল। ১০ ওভারে উঠেছিল ৮৩ রান। ৩৩ বলে ৪৪ রান করেন বিলিংস। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। তার সঙ্গে রান রেটও কমে ‌যায়। একটা সময় মনে হচ্ছিল, দিল্লি বোধহয় ১৬০ রানের মধ্যেই গুটিয়ে ‌যাবে। তবে স্লগওভারে কোরি অ্যান্ডারসনের বিধ্বংসী ব্যাটিং দিল্লিকে ১৮৮ প‌র্যন্ত টেনে নিয়ে ‌যায়। শেষ দু ওভারে পঞ্জাবের বোলাররা দিলেন ৩৫ রান। অ্যান্ডরসন ২২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।