আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ঠোটের ওপরের অবাঞ্চিত লোমের থেকে মুক্তির পায়

অবাঞ্ছিত লোম দূর করার কিছু ঘরোয়া উপায় রয়েছে। এই উপায়গুলো যেমন কম ব্যয়বহুল তেমনি নিরাপদ। ঠোঁটের উপর অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া কার্যকরী কিছু উপায় দেখে নিন

১। দুধ এবং হলুদের প্যাক

এক টেবিল চামচ দুধ এবং এক টেবিল চামচ হলুদের গুঁড়ো একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই মিশ্রণটি ঠোঁটের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন।

২। ডিমের সাদা অংশ

ঠোঁটের উপরে অংশের লোম দূর করতে ডিমের সাদা অংশ বেশ কার্যকর। একটি ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার এবং চিনি ভাল করে ফেটে নিন। এবার এই পেস্টটি ঠোঁটের উপর লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শুকিয়ে গেলে এটি তুলে ফেলুন। ভাল ফল পেতে এটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন। এক মাসের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার লোম অনেকটা কমে এসেছে।

৩। চিনি

ঘরোয়া ওয়াক্সিং করার অন্যতম উপাদান হল চিনি। চিনি অবাঞ্ছিত লোম দূর করে এবং নতুন লোম জন্মাতে বাঁধা দিয়ে থাকে। একটি প্যানে কিছু পরিমাণ চিনি এক মিনিট জ্বাল দিন। এর সাথে কিছু পরিমাণ লেবুর রস মিশিয়ে ঘন করে নিন। ঠান্ডা হয়ে গেলে এটি ঠোঁটের উপরে লাগিয়ে নিন। এবার একটি কাপড় দিয়ে চক্রাকারে ঘষুন এবং লোমের বিপরীতে টান দিন।

৪। ময়দা

ময়দা, দুধ এবং হলুদ গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এবার এই পেস্টটি ঠোঁটের উপরে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে এটি টান দিয়ে তুলে ফেলুন। সবচেয়ে সহজ এবং কার্যকরী একটি উপায়ের মধ্যে এটি অন্যতম।

৫। কর্নফ্লাওয়ার এবং দুধ

এক কাপ দুধে আধা চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। কিছুটা ঘন পেস্ট তৈরি করুন। এটি ঠোঁটের উপর লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন তারপর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকগুলো সপ্তাহে দুই তিনবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের উপর থেকে অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে।