আপনি আছেন » প্রচ্ছদ » খবর

'পাকিস্তানে হাই পারফরম্যান্স দল পাঠাতে রাজি হয়েছে বাংলাদেশ'

জাতীয় দল নয় পাকিস্তানে হাই পারফরমেন্স দল পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, ‘আগামী জুলাইয়ে পাকিস্তান সফরে আসবে বিসিবি’র হাই পারফরমেন্স দল। পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে শ্রীলংকাতে বাংলাদেশের সাথে সিরিজ খেলার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফর করবে পাকিস্তান।’
আজ কলম্বোতে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও শ্রীলংকা ক্রিকেটের প্রধান থিলাঙ্গা সুমাথিপালার সাথে বৈঠক শেষে এমন সব তথ্য দেন পিসিবির বস শাহরিয়ার। তিনি আরও বলেন, ‘পাকিস্তানে তাদের হাই পারফরম্যান্স দল পাঠাতে রাজি হয়েছে বাংলাদেশ। এখানে জাতীয় দল পাঠানোর জন্য তারা প্রস্তুত নয়। কিন্তু দুই বোর্ড একমত হলে পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে বাংলাদেশ নয়তো তৃতীয় কোনো দেশে খেলব আমরা।

আমরা নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলংকাকেও খেলতে পারি। হাই পারফরমেন্স দল কবে নাগাদ আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় দলের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের কাছে দুবাই নিরপেক্ষ প্রথম পছন্দ। কিন্তু সেটি অনেক বেশি ব্যয়বহুল। তাই আমরা শ্রীলংকাতে খেলতে পারি, যদি তাদের ভেন্যুগুলোতে কোন সূচি না থাকে।’ পাকিস্তানের মাটিতে দু’টি টুয়েন্টি টুয়েন্টি খেলতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিলো পিসিবি। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেয় বিসিবি। এতে চড়াও হয়েছিলেন শাহরিয়ার। হুমকি দিয়েছিলেন, ‘বাংলাদেশ সফরে যাবার বিষয়ে পুনরায় ভাবা হবে।’ এমনকি ক্ষতিপূরণও চেয়েছিলেন শাহরিয়ার।
তবে হঠাৎ করেই নরম সুরে কথা বলা শুরু করলেন শাহরিয়ার। সবকিছুর ব্যাপারে বোর্ডের সাথে আলাপ-আলোচনা সাড়তে চাইছেন তিনি, ‘আমাদের আর্থিক বিষয়গুলো বিবেচনা করতে হবে। পাকিস্তান কিন্তু তৃতীয়বারের মতো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সঙ্গে খেলবে। তাই আর্থিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আমি নিশ্চিত বাংলাদেশের হাই পারফরম্যান্স দল পাকিস্তান সফরে যাওয়ার পর জাতীয় দল এখানে আসবে।’

খবর - বাসস