আগামী বছরই ফের ক্রিকেটের ময়দানে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত চারদলীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণে সম্মতি জানিয়েছে বিসিসিআই। সেই ট্যুর্নামেন্টে শ্রীলঙ্কা ও ভারত ছাড়াও অংশগ্রহণ করবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।
ট্যুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি থিলাঙ্গা সুমাথিপালা। ভারতের সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেট শ্রীলঙ্কা জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব টুর্নামেন্টের দিনক্ষণ ঠিক করে ফেলা হবে। সেই সময় ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা আছে। সেকথা জানিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জানিয়েছে, পরের মাসে দুবাইতে আইসিসির বৈঠকে সেই সূচি নিয়ে দু’দলের সঙ্গে কথা বলবে শ্রীলঙ্কা। তবে ট্যুর্নামেন্ট ২০১৮-তেই হবে বলে জানিয়েছেন তিনি।
বলে রাখি, ২০১৬-র জানুয়ারিতে পাঠানকোট হামলার পর থেকেই পুরোপুরি বন্ধ ভারত পাক ক্রিকেট। হকি-সহ অন্যান্য খেলায় দু’দেশ মুখোমুখি হলেও ক্রিকেটের ময়দানে পাকিস্তানকে বয়কট জারি রেখেছে BCCI.