আপনি আছেন » প্রচ্ছদ » খবর

স্মৃতিশক্তি ভালো করে তুলসী পাতা!

কথায় কথায় ডাক্তার দেখানো আর ওষুধের দোকানে ছুট। কিন্তু জানেন কি? ঘরেই রয়েছে এমন অনেক কিছু, যা টুকটাক শরীর খারাপ শুধু নয়, কমিয়ে দিতে পারে কঠিন রোগও। তুলসী পাতা এরকমই একটা গাছ, যার পাতায় রয়েছে প্রচুর ভেষজ গুণ ! এতদিন শুধু জানতেন, কাশি, সর্দি লাগা এই সবের জন্যই ভালো তুলসী পাতা। এমনকী, ক্ষতের জায়গাতেও তুলসী পাতার রস দিলে উপকার দেয়। তবে তুলসীর যে এই উপকার গুলো রয়েছে, সেটা জানাই ছিল না। তুলসী এমন একটা গাছ, যা ২৪ ঘণ্টা অক্সিজেন দেয়। এই কারণেই তুলসী গাছ বাড়ির আশে পাশে লাগানো দরকার।