বাংলাদেশ নৌ-বাহিনীর জন্য চীন থেকে কেনা দু’টি সাবমেরিন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টার পর চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয় সাবমেরিন নিয়ে আসা এমভি কাংসেংকু জাহাজটিকে। ‘জয়যাত্রা’ ও ‘নবযাত্রা’ নামে দু’টি সাবমেরিন হবে নৌ বাহিনীর বহরে দেশে প্রথম সাবমেরিন।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, সাবমেরিন দুটির সঙ্গে থাকা কিছু যন্ত্রাংশ বন্দর ইয়ার্ডে খালাস হবে। এরপর সাবমেরিন দুটিকে চট্টগ্রাম ড্রাইডকে নিয়ে যাওয়া হবে। নৌবাহিনীর জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে দু’টি সাবমেরিন কেনার জন্য চীনের সঙ্গে ২০১৪ সালে চুক্তি করে বাংলাদেশ সরকার। ২৪ বছরের পুরোনো এই সাবমেরিন দুটি চীনের নৌবাহিনী ব্যবহার করেছিল। চুক্তি অনুযায়ী, চীনের সরবরাহকৃত
চট্টগ্রাম পৌঁছেছে চীন থেকে
সাবমেরিন দুটির মূল্য ২০১৭-১৮ অর্থ বছরের মধ্যে পরিশোধ করা হবে। এর দাম ধরা হয়েছে এক হাজার ৫৬৯ কোটি টাকা। আগামী মাসেই সাবমেরিন দুটির কমিশনিং হওয়ার কথা রয়েছে। এসব সাবমেরিন যুক্ত হলে নৌবাহিনী পরিণত হবে একটি ত্রিমাত্রিক বাহিনীতে।