আপনি আছেন » প্রচ্ছদ » খবর

মিরপুরের জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযানে যাচ্ছে র‌্যাব

রাজধানীর মিরপুরে দারুস সালাম বর্ধন বাড়ি এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার মধ্য রাত থেকে ঘিরে রেখেছে র‌্যাব। র‌্যাব সদর দফতরের কর্মকর্তা (মিডিয়া) মেজর মিজান মেহেদী বাসসকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১টার দিকে দারুস সালাম রোডের ঐ বাড়িটিকে ঘিরে রাখে র‌্যাব সদস্যারা। ঘিরে রাখার পরপরই ঐ বাড়ির ভিতর থেকে জঙ্গি সদস্যরা কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়। তিনি জানান, বোমা বিস্ফোরণ ঘটানোর পর পরই র‌্যাব সদস্যরা নিশ্চিত হয় যে, বাড়ির ভেতরে জঙ্গি সদস্যরা অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছয়তলা ভবনের সকল বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী চূড়ান্ত অভিযানে যাওয়ার প্রস্তুতি চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ চলছে।