নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজে কিউই দলে কিছু পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের পরখ করে দেখতে চাইবেন স্বাগতিকরা।
ওয়ানডেতে খেললেও দুই টেস্ট সিরিজের আগে বিশ্রামে যাবেন কিউই কাপ্তান কেন উইলিয়ামসন। যার কারনে টাইগারদের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচে উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড।
সেই সাথে আছে ইনজুরি বাঁধা। পেসার ডাগ ব্রেসওয়েল ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে হাঁটুর ইনজুরির শিকার হন। যার কারনে বাংলাদেশ সিরিজে ব্রেসওয়েলের বিকল্প খুজতে হবে কিউইদের।
২৬ বছর বয়সী ব্রেসওয়েল তার সেন্ট্রাল ডিস্ট্রিক্টস স্টেইজ এবং নর্থান নাইটের মধ্যে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি।
ইনজুরি গুরুতর হওয়ার কারনে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে নিউজিল্যান্ডের হয়ে ২৭ টেস্ট খেলা ব্রেসওয়েলকে।
চলতি মাসের শেষে শুরু হতে বাংলাদেশ সিরিজ ও জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রেসওয়েলকে।