আপনি আছেন » প্রচ্ছদ » খবর

প্রতি লিটারে ১০০ কিঃমিঃ যাবে টাটা মেগাপিক্সেল!

ঋণ করে অনেকেই চার চাকার সাধ মেটান বটে। কিন্তু তার পর ঋণ শোধ করে আর গাড়ির তেল কেনার উপায় থাকে না। তার ওপর তো জ্বালানি তেলের দাম দিনের পর দিন বাড়ছেই। এই অবস্থায় ‌যাঁরা তেলের দামের কথা ভেবে গাড়ি কিনছিলেন না তাঁদের জন্য সুখবর। টাটা এমন এক গাড়ি বাজারে আনতে চলেছে ‌যা এক লিটার তেলে ছুটবে ১০০ কিলোমিটার।

টাটা মেগাপিক্সেল নামে এই গাড়ি ৮২তম জেনিভা মোটর শোয়ে প্রদর্শিত হয়েছিল। বিশেষজ্ঞদের মতে ২০১৭ সালে এই গাড়ি বাজারে আনতে পারে টাটা। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখতে গাড়ির দাম ৫-৬ লক্ষ টাকা রাখতে পারে টাটা। গাড়িতে চালক-সহ ৪ জন বসতে পারবেন। প্রতি কিলোমিটার দৌড়ে মাত্র ২২ গ্রাম কার্বন ডাই অক্সাইড ছাড়বে এই গাড়ি।

আসলে মেগা পিক্সেল চলবে লিথিয়াম আয়ন ব্যাটারিতে। তাকে চার্জ করার জন্য থাকবে পেট্রল জেনারেটর। টাটার দাবি, ১০০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ মিলবে ১০০ কিলোমিটার।