কৃষ -৪’ শুরু করার ব্যাপারে তোড়জোড় শুরু করে দিয়েছেন রাকেশ রোশন৷ ভারতীয় সুপার হিরো কৃষ -এর ভূমিকায় আবারও হৃতিক রোশন৷ কেমন হতে চলেছে সেই ছবি, সেটা জানানোর আগে একটু পেছন ফিরে দেখা যাক৷
২০০৩ সালে রাকেশ রোশন তৈরি করেছিলেন ‘কোই মিল গয়া ’৷ কল্পবিজ্ঞান ভিত্তিক কাহিনি৷ কাহিনির নায়ক কৃষ্ণ নামের এক মেন্টালি চ্যালেঞ্জড তরুণ৷ আর সেই ছবিতে ছিল যাদু নামের এক ভিনগ্রহের প্রাণী, যার দৌলতে কৃষ্ণ ফিরে পায় তার স্বাভাবিকতা৷ সেই ছবিতে প্রেমও এসেছিল কৃষ্ণর জীবনে৷ কৃষ্ণর ভূমিকায় ছিলেন হৃতিক রোশন৷
কৃষ কিন্তু সেই ছবিতে কোনো সুপারহিরো ছিলেন না৷ তিনি সুপারহিরো হয়ে উঠলেন ২০০৬ সালে তৈরি ‘কৃষ ’ ছবিতে৷ দেখা গেল তাঁর মুখে এক ধরনের মাস্ক৷ হলিউডি সুপারহিরোরা ঠিক যা যা ক্ষমতার অধিকারী , কৃষও তাই৷ ‘কৃষ ’ সুপারহিট হতে সময় নেয়নি৷ ফলে ‘কৃষ -থ্রি ’ তৈরি হওয়ার রাস্তা খোলাই ছিল৷ ২০১৩ সালে তৈরি হল এই ছবি৷ ‘কৃষ ’ হয়ে উঠল বলিউড সিনেমার অন্যতম ফ্র্যাঞ্চাইজি৷
প্রসঙ্গত ‘কৃষ -টু’ বলে কোনো সিনেমা তৈরি হয়নি৷ হয়নি তার কারণ ‘কৃষ ’ হল এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি৷ এই মুহূর্তে রাকেশ রোশন ব্যস্ত হয়ে পড়েছেন ‘কৃষ ফোর ’-এর চিত্রনাট্য তৈরির কাজ নিয়ে৷ তিনি জানিয়েছেন , ‘আমরা আশা করছি আগামী বছর এপ্রিল কিংবা মে মাসে এই ছবির শ্যুটিং শুরু করব৷ বেশ বড় প্রজেক্ট৷ এবং ভিস্যুয়াল এফেক্টসও অনেক রয়েছে৷ এখন সেই সব এফেক্টস যাতে আমাদের বাজেটের মধ্যে থাকে সেটা দেখতে হবে৷ পাশাপাশি দর্শকেরও যাতে পছন্দ হয় সেদিকেও নজর দিতে হবে৷ এই ছবির জন্য আমরা আন্তর্জাতিক মানের অ্যাকশন ডিরেক্টর আনার কথা ভাবছি৷ অ্যাকশন এবং ভিএফএক্স যাতে আন্তর্জাতিক মানের হয় সেদিকেও নজর রাখছি৷ এমন কিছু একটা করার চেষ্টা করছি যা আগে কখনো হয়নি৷ ’
জানা গেল ‘কৃষ-৪’-এর ভাবনা প্রথমে মাথায় এসেছিল রাকেশ রোশনের স্ত্রীর৷ তিনি রাকেশকে এমন একটি গণেশের ছবি দেখান যার মুখটি হুবহু কৃষের মতো৷ এ প্রসঙ্গে রাকেশকে প্রশ্ন করা হলে তিনি কিছু জানাতে অস্বীকার করেন৷ রাকেশ এই মুহূর্তে হৃতিককে নিয়ে তৈরি হওয়া পরের ছবি ‘কাবিল ’-এর পোস্ট প্রোডাকশন নিয়ে চিন্তিত৷ ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ জানুয়ারি৷