আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ক্যান্সার পরিমাপক ক্যালকুলেটর!

ক্যান্সারকে জয় করতে বিশ্বের বিভিন্ন নানা গবেষণা চলছে অবিরাম। সাফল্যও মিলছে বিস্তর। কিন্তু ধীরে ধীরে শরীরে ক্যান্সার বাসা বাঁধছে কিনা বা অদূর ভবিষ্যতে ক্যান্সার হতে পারে কিনা, তা জানার চটজলদি উপায় রয়েছে কি? এবার সেই প্রশ্নেরও উত্তর পেয়ে যাবেন বাড়িতে বসেই। 

কোনও মহিলা আগামী ৫ বছর বা ১০ বছরে স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন কিনা, তা বলে দেবে একটি অনলাইন ক্যালকুলেটর। হ্যাঁ, এই ক্যালকুলেটরে নির্দিষ্ট কিছু তথ্য দিলেই, সম্ভাব্য স্তন ক্যান্সারের আগাম খবর পাওয়া যাবে। 

সম্প্রতি চালু হওয়া নতুন অনলাইন ক্যালকুলেটরের সাহায্যে যে কোনও মহিলাই জেনে যাবেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে তাঁর শরীরে ক্যান্সার বাসা বাঁধছে কিনা। উত্তর দেবেন চিকিত্‍‌সা বিজ্ঞানীরা। নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটি-র চিকিত্‍‌সা বিজ্ঞানী শার্লট গার্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইন্সস্টিটিউট-এর গবেষকরা তৈরি করেছেন এই অনলাইন ক্যালকুলেটরটি। অনলাইন ক্যালকুলেটরটির নাম, Breast Cancer Surveillance Consortium Risk Calculator। 

কী ভাবে কাজ করবে এই অনলাইন ক্যালকুলেটর? 

কম্পিউটারে Breast Cancer Surveillance Consortium Risk Calculator লিখে সার্চ করলেই পেজে ফুটে উঠবে একটি ফর্ম। সেখানে সংশ্লিষ্ট মহিলার বয়স, গায়ের রং, পরিবারের কারও স্তন ক্যান্সারের ইতিহাস রয়েছে কিনা, ইত্যাদি নানা প্রশ্ন সম্বলিত ওই ফর্মটি ভর্তি করলেই, আপনার বিষয়ে গবেষণা করে রিপোর্ট দিয়ে দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের তাবড় চিকিত্‍‌সা বিজ্ঞানীরা। 

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে প্রায় ৪০ হাজার মহিলার স্তন ক্যান্সার ধরা পড়ে। কর্কটরোগের এই বাড়বাড়ন্ত রুখতেই নয়া ক্যালকুলেটর আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই ক্যালকুলেটরের সাহায্যে আগে থেকেই সতর্ক হতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। সময় মতো চিকিত্‍‌সাও শুরু করে দিতে পারবেন।