আপনি আছেন » প্রচ্ছদ » খবর

কিভাবে যত্ন নিবেন আপনার ফ্রিজের?

রেফ্রিজারেটর ছাড়া সংসার যেন কল্পনাই করা যায় না। আধুনিক ও ব্যস্ত জীবনে প্রতিটি গৃহিণীর জন্য রেফ্রিজারেটর অপরিহার্য। তাই অতি প্রয়োজনীয় এই জিনিসটি ব্যবহারের পাশাপাশি দরকার এর সঠিক যত্ন নেয়া। কারণ যত্ন নিলে প্রয়োজনীয় এই যন্ত্রটি আপনি নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন দীর্ঘ দিন। সেই সঙ্গে খাবারও থাকবে ভালো।

বাংলামেইলের পাঠকদের জন্য এবার থাকছে রেফ্রিজারেটরের সঠিক যত্ন নেয়ার কিছু টিপস।

এছাড়া রেফ্রিজারেটর ব্যবহারের ক্ষেত্রে আরও যেসব বিষয় খেয়াল রাখতে হবে-

ওয়ালটন শোরুমের ম্যানেজার উত্তম সরকার জানান, ‘রেফ্রিজারেটরের ভেতরে খাবার রাখার ক্ষেত্রে দুটি পাত্রের মধ্যে অন্তত তিন থেকে চার সেমি. জায়গা ফাঁকা রাখতে হবে, যাতে ঠাণ্ডা হাওয়া সহজেই চলাচল করে সব খাবারকে সমান ঠাণ্ডায় রাখতে পারে।’

তিনি আরও জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সঠিক যত্ন নিলে রেফ্রিজারেটর ভালো থাকবে অনেক দিন।