এইমাত্র পাওয়া

  • কাপ জিতেই ছাড়ব, জন্মদিনে শপথ মেসির
  • প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জুলাইয়ে, থাকছে ৬০% নারী কোটা
  • ঝালকাঠিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা’র দোয়া ও ইফতার অনুষ্ঠান
  • ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার
  • দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে
  • ফাঁটা পায়ের যত্নে কিছু পরামর্শ !!
  • ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে?
  • ওজন কমাবে কালো জিরা
  • হলুদ দাঁতের সমস্যা সমাধান করুন নিমিষেই
  • কিশিমিশের পানি খেলে যে উপকার পাবেন
Updated

খবর লাইভ

কোহলির বিরুদ্ধে যা বললেন কোচ কুম্বলে

22 June 2017 03:06:07 PM 15513739 ভোট:5/5 1 Comments
Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
কোহলির বিরুদ্ধে যা বললেন কোচ কুম্বলে

নাটকীয় ভাবে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়ানোর পর বিরাট কোহলির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হলেন অনিল কুম্বলে। সরে দাঁড়ানোর বহুক্ষণ বাদে, ভারতীয় সময় প্রায় রাত এগারোটায় কুম্বলে ফেসবুক ও টুইটারে যা বিবৃতি করেছেন, তাতে স্পষ্ট কোহলিকে নিয়ে তাঁর বিরাট অসন্তোষ৷ বলেছেন, আমি গতকাল প্রথম বার বিসিসিআই-এর কাছে জানতে পারি, ক্যাপ্টেনের আমার স্টাইল নিয়ে আপত্তি রয়েছে৷ আমার প্রধান কোচ থাকা নিয়েও আপত্তি রয়েছে৷ আমি খুব অবাকই হয়েছি৷ কেননা আমি সব সময় কোচ ও ক্যাপ্টেনের ভূমিকার সীমানাকে সম্মান জানিয়ে এসেছি৷

বোর্ড চেষ্টা করেছিল, ক্যাপ্টেন আর আমার ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে৷ তবু আমি মনে করি, এই জুটির পক্ষে কাজ করা মুশকিল৷ তাই সরে দাঁড়ানোটাই আমার পক্ষে সেরা কাজ বলে মনে হল৷ কুম্বলের ছয় প্যারাগ্রাফের পোস্টে তৃতীয়টিতে তিনি লিখেছেন, পেশাদারিত্ব, শৃঙ্খলা, কমিটমেন্ট, সততা, কমপ্লিমেন্টারি স্কিল, অন্য ধরনের ভাবনা৷ এই সমস্ত ব্যাপারগুলোকেই আমি সব সময় গুরুত্ব দিয়েছি৷ কোনও পার্টনারশিপ ঠিকঠাক কাজ করতে গেলে এ গুলোই কাজ করা খুব জরুরি৷ আমি কোচের ভূমিকাকে দেখি, মুখের সামনে আয়না ধরার মতো৷ যাতে দলের স্বার্থে নিজের উন্নতি ঘটে৷

কুম্বলের পরবর্তী লাইনে রীতিমতো বিদ্রুপ, এই ধরনের আপত্তি-র প্রেক্ষাপটে আমার মনে হয়েছে, আমার দায়িত্বটা ছেড়ে দিই৷ সিএসি ও বিসিসিআই যাকে এই দায়িত্বে যোগ্য মনে করবে , তাকেই দায়িত্ব দিক৷ এ ভাবে প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে জাতীয় কোচের সরে যাওয়ার ঘটনা ভারতীয় ক্রিকেটে বিরল৷ অত্যন্ত ভদ্রলোক বলে পরিচিত কোনও দিন বিতর্কে জড়াননি৷ কর্নাটক ক্রিকেট সংস্থার প্রধান হয়ে আইপিএলে মুম্বইয়ের টিমের হয়ে কাজ করেছেন৷ প্রশ্ন উঠেছে৷ কোনও কথা বলেননি৷ কর্নাটক ক্রিকেট থেকে সরে যাওয়ার সময়ও কোনও বোমা ফাটাননি৷ কিন্ত্ত এ বারে যা করলেন , তা নিয়ে তুলকালাম ভারতীয় ক্রিকেটে৷ ইতিমধ্যেই দুভাগ ভারতীয় ক্রিকেট৷ এক দল কুম্বলের পক্ষে৷ এক দল বিরাটের৷


এই পরিস্থিতিতে নতুন কোচ পাওয়া সমস্যা৷ আপাতত ওয়েস্ট ইন্ডিজে জোড়াতালি দিয়ে কাজ চালালেও স্থায়ী কোচ খুঁজতেই হবে৷ এবং সেখানে আপাতত বীরেন্দ্র সহবাগ ছাড়া কাউকে দেখা যাচ্ছে না৷ বিরাট নিজে চাইছেন রবি শাস্ত্রীকে৷ কিন্ত্ত শাস্ত্রীতে আপত্তি সৌরভদের কমিটির৷ কুম্বলে প্রথমেই তাঁর বিবৃতিতে লিখেছেন , আমার প্রতি সিএসি যে আস্থা রেখেছিল , আমাকে প্রধান কোচ হয়ে কাজ চালাতে বলেছিল , সে কারণে আমি গর্বিত৷ গত এক বছরে ভারতীয় দলের যে সাফল্য তার কৃতিত্ব ক্যাপ্টেন , পুরো টিম , কোচিং এবং সাপোর্ট স্টাফদের৷ ঘুরিয়ে কুম্বলে বলে দিয়েছেন , গত এক বছরের সাফল্যের পিছনে তাঁরও বড় ভূমিকা রয়েছে৷ শুধুই বিরাটের একার কৃতিত্বে সাফল্য আসেনি৷

প্রশ্ন হচ্ছে , বিরাট কী ভাবে পাল্টা জবাব দেন কুম্বলেকে৷ তিনি ও তাঁর দল যখন বিমানে , তখনই কুম্বলের এই সোশ্যাল মিডিয়া -বোমা৷ ওয়েস্ট ইন্ডিজে নেমেই হয়তো ভারত অধিনায়ক জানতে পারবেন , তাঁর প্রাক্তন কোচ কী বলেছেন , তাঁকে নিয়ে৷ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন কুম্বলে একটাও কথা বলেননি৷ পাক কোচের মতো অধিনায়কের সঙ্গে প্রেস মিটেও যাননি৷ কিন্ত্ত বোর্ড কর্তারা তাঁকে সরকারি ভাবে কোহলির আপত্তি -র কথা জানানোয় শান্ত কুম্বলে রুদ্রমূর্তি৷

Loading...
advertisement
সর্বশেষ সংবাদ
এ বিভাগের সর্বশেষ