এইমাত্র পাওয়া

  • কাপ জিতেই ছাড়ব, জন্মদিনে শপথ মেসির
  • প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জুলাইয়ে, থাকছে ৬০% নারী কোটা
  • ঝালকাঠিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা’র দোয়া ও ইফতার অনুষ্ঠান
  • ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার
  • দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে
  • ফাঁটা পায়ের যত্নে কিছু পরামর্শ !!
  • ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে?
  • ওজন কমাবে কালো জিরা
  • হলুদ দাঁতের সমস্যা সমাধান করুন নিমিষেই
  • কিশিমিশের পানি খেলে যে উপকার পাবেন
Updated

খবর লাইভ

ঢাকা টু বরিশাল লঞ্চ, বাস, বিমান সময়সূচী

04 March 2017 01:03:56 AM 18183731 ভোট:5/5 10 Comments
Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
ঢাকা টু বরিশাল লঞ্চ, বাস, বিমান সময়সূচী

বরিশাল জেলা নদ-নদী আকীর্ণ হওয়ায় সর্বত্র যাতায়াতের জন্য অতীতে নৌকা ও লঞ্চই বেশি ব্যবহৃত হতো। বর্তমানে বরিশাল শহরের সঙ্গে বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী, বানারীপাড়া, হিজলা, মুলাদী,আগৈলঝাড়া ও বাকেরগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ থাকলেও  মেহেন্দীগঞ্জের সঙ্গে মূলত নদীপথেই যাতায়াত করতে হয়। তবে উপজেলাগুলোর প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের জন্য নৌকা, ট্রলার, লঞ্চ কিংবা স্পিডবোটের উপর নির্ভর করতে হয়।

ঢাকা-বরিশাল যাতায়াতের জন্য লঞ্চে ভ্রমণই সবচেয়ে আরামদায়ক ও তুলনামূলকভাবে বেশি নিরাপদ। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিরাতে বেশ কয়েকটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। পাশাপাশি সড়কপথেও পৌঁছানো যায় বরিশালে। ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে সারাদিনই ঘণ্টায় ঘণ্টায় বাস ছাড়ে বরিশালের উদ্দেশ্যে। অধিকাংশ বাসই যায় পাটুরিয়া ঘাট পার হয়ে, তবে কিছু বাস মাওয়া ঘাট হয়েও বরিশালে পৌঁছায়। এক্সপ্রেস বাস সার্ভিসের প্রায় সবকটিই ফেরি-পারাপার।

সম্প্রতি ৮ ই এপ্রিল ২০১৫ তারিখ থেকে ঢাকা-বরিশাল রুটে বিমান চলাচল শুরু করেছে বাংলাদেশ বিমান। বর্তমানে রবিবার সকালেও বুধবার বিকেলে ফ্লাইট চালু আছেবাংলাদেশ বিমানের। গত ১০ জুলাই২০১৫ তারিখথেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের সাথে এ রুটে যাত্রী পরিবহনে যোগ দিচ্ছে বেসরকারী সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট। সপ্তাহে ৪ দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স সংস্থাটি।ফলে এখন সপ্তাহের ৫ দিনই বরিশালের আকাশে পাখা মেলতে যাচ্ছে বহুপ্রতীক্ষিত সরকারী ও বেসরকারী দুটি সংস্থার বিমান।

ঢাকা থেকে বরিশাল (লঞ্চযোগে) 


লঞ্চ ছাড়ার স্থান


লঞ্চের নাম


লঞ্চ ছাড়ার সময়


পৌঁছানোর সম্ভাব্যসময়


পৌঁছানোর স্থান


ভাড়া বিষয়ক তথ্য


সদরঘাট লঞ্চটার্মিনাল, ঢাকা।


সুরভী, সুন্দরবন,কীর্তনখোলা,কালাম খান,পারাবত ইত্যাদি।


রাত আটটা।


লঞ্চ ছাড়ার ৮-১০ঘণ্টার মধ্যে।


লঞ্চঘাট,বরিশাল।


লঞ্চে সিঙ্গেলকেবিনের ভাড়া৮৫০ টাকা, ডাবলকেবিনের ভাড়া১৬০০, ডেকে২৫০ টাকা।

 ঢাকা থেকে বরিশাল (বাসযোগে)


বাস ছাড়ার স্থান


বাসের নাম


বাস ছাড়ার সময়


পৌঁছানোর সম্ভাব্যসময়


পৌঁছানোর স্থান


ভাড়া বিষয়ক তথ্য


গাবতলীবাসস্ট্যান্ড,ঢাকা।


সাকুরা, ঈগল,হানিফ ইত্যাদিছাড়াও অন্যান্যপরিবহনেরলোকাল বাসসার্ভিস।


ভোর ছয়টা থেকেবাস ছাড়ে।এরপর  প্রতি একঘণ্টা পরপর রাতদশটা পর্যন্ত বাসপাওয়া যায়।


বাস ছাড়ার ৬-৮ঘণ্টার মধ্যে।


নথুল্লাবাদবাসস্ট্যান্ড,বরিশাল।


এসি বাসে ৭০০টাকা, নন-এসিবাসে ৫০০ টাকা,লোকাল বাসে২৫০-৩০০ টাকা।

 

ঢাকা থেকে বরিশাল (বিমানযোগে) 

বিমানছাড়ার স্থান

বিমানেরনাম

বিমানছাড়ার সময়

পৌঁছানোর সম্ভাব্য সময়

পৌঁছানোর স্থান

ভাড়া বিষয়ক তথ্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স

রবিবার সকাল ৯.৩০ মি

বুধবার বিকেল ৩.৩০ মি

বিমান ছাড়ার ৩০ মিনিটের মধ্যে

বরিশাল বিমানবন্দর

 

ভাড়া ৩ হাজারটাকা থেকে৩ হাজার ৪’শ ও ৩ হাজার ৮’শ টাকা

ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রতিসপ্তাহের মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবারবিকেল ৩.০০ মি

প্রমোশনাল ইকোনমি ক্লাসের ভাড়া আসনপ্রতি সর্বনিম্ন ৩ হাজার ২শ’ ও ৩ হাজার ৭শ’ টাকা, রেস্টিকটেড ইকোনমি ক্লাসের ভাড়া ৪ হাজার ও ৪ হাজার ৬শ’ এবং আপার ক্লাসের জনপ্রতি ভাড়া গ্রেড অনুসারে যথাক্রমে ৫ হাজার ২শ’, ৫ হাজার ৭শ’ ও ৬ হাজার ২শ’ টাকা ।

 

Loading...
advertisement
সর্বশেষ সংবাদ
এ বিভাগের সর্বশেষ