আপনি আছেন » প্রচ্ছদ » খবর

অপারেশনে রোগীকে রেখে সেলফি তোলায় চাকরি গেলো চিকিৎসকদের!

একদিকে সেলফির জনপ্রিয়তা যতো বাড়ছে, ততই নানা ধরনের প্রতিবন্ধকতাও দেখা দিচ্ছে। এমনই একটি ঘটনার সূত্রপাত ঘটেছে। অপারেশনে রোগীকে রেখে সেলফি তোলায় চাকরি গেলো চিকিৎসকদের!

ঘটনাটি ঘটেছে চীনের একটি হাসপাতালে। ওই হাসপাতালের চিকিৎসকরা অপারেশনের রোগি রেখে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ঘটনাটি ছিল এমন, জরুরি অপারেশন চলাকালে হঠাৎ মাঝ পথেই খানিকটা বিরতি দিয়ে সেলফি তুলতে পোজে দাঁড়িয়ে যান অপারেশন রুমের চিকিৎসকরা। তারা সবাই কর্মব্যস্ত সময়ে যেনো একটু ফুসরত পেয়ে মেতে উঠেছিলেন সেলফি তুলতে। কিন্তু বিপত্তি ঘটলো অন্যখানে। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন ওই চিকিৎসকদের কোনো একজন। আর শুরু হয় এক বিতর্কের ঝড়। যা শেষ পর্যন্ত অন্যএক ধারায় গিয়ে পৌঁছে। বিষয়টি জানাজানি হওয়ায় ঘটনা তদন্তের পর অভিযোগের সত্যতা পেয়ে সেইসব ডাক্তারদের অপসারণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সেলফির জেরে ঘটে যাওয়া ওই লংকাকাণ্ডে চিকিৎসকদের কপাল পুড়লেও অপারেশনটি অবশ্য সফলই হয়েছিল। সেলফিতে অর্ধ-অপারেশনে থাকা ওই রোগীও নাকি পরে সুস্থ হয়ে সেই সেলফিতে আবার লাইকও দিয়েছেন!