আপনি আছেন » প্রচ্ছদ » খবর

জানলে অবাক হবেন, কেন খাবেন সবুজ চা...

বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক দিন অন্তত কয়েকগ্রাম করে সবুজ চা পান করেন এমন কয়েকজনকে তারা  গবেষণার জন্য বেছে নেন।  তাদেরকে সবুজ চা পান করতে দেওয়ার পর গবেষকরা  ঐসব ব্যক্তিদের স্মৃতি বিষয়ক কিছু সমস্যার সমাধান করতে দেন। গবেষণা শেষে দেখা যায়, যারা সবুজ চা পান করেছেন তাদের স্মৃতিশক্তিকে সক্রিয় করতে এই চা চুম্বকের মতো প্রভাব ফেলেছে।

গবেষকদের প্রধান গারা বলেন, চা পানের সাথে সাথে ব্যক্তির স্নায়ুগুলো আগের তুলনায় বেশি কাজ করে । এছাড়া মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্সের মধ্যে সম্বন্বয়ও  সাধন করে। ফলে ব্যক্তির স্মৃতিশক্তির ওপর একটা ইতিবাচক প্রভাব পড়ে। আর এতে করে তারা কোনো সমস্যাকেও দ্রুত সমাধান করতে পারে বলে জানান গারা।

তিনি আরও বলেন, সবুজ চা শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, এটি একই সাথে হৃদরোগ ও ক্যান্সারের বিরুদ্ধেও যুদ্ধ করে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে।