ঈদ-উল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পেতে পারেন ৮ দিনের ছুটি! সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ৯ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই সূত্রটির দাবি ৯ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে শুধুমাত্র দুইদিন কর্মদিবস- ১১ ও ১৫ সেপ্টেম্বর। সরকার এ দু’দিনকে ছুটি ঘোষণা করলেই ৮দিনের ছুটির ফাঁদে পড়বে দেশ!
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রটি জানিয়েছ, ঈদ-উল আজহা উপলক্ষে ১১ ও ১৫ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা করতে পারে সরকার। ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভালোভাবে বাড়ি যেতে পারেন এবং ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেই লক্ষে এই ছুটির ঘোষণা হতে পারে। এর ফলে ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১৬ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত দীর্ঘ হতে পারে ঈদের সরকারি ছুটি।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, ১১ ও ১৫ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করলে দুয়েক দিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির বিষয়টি গেজেট আকারে প্রকাশ করবে। তবে প্রস্তাবটিতে বলা হয়েছে ১১ ও ১৫ সেপ্টেম্বর সাধারণ ছুটি অনুমোদন হলে ১৭ ও ২৪ সেপ্টেম্বর এই দুই শনিবার সরকারি কর্মকর্তাদের অফিস করতে হবে।
এ সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, ঈদের ছুটি সংক্রান্ত প্রস্তাবটি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি। এখন প্রস্তাবটি অনুমোদন হওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারি কর্মচারীদের ভালোভাবে ঈদের আনন্দ উপভোগ করার জন্য ১১ ও ১৫ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা উচিত।