আপনি আছেন » প্রচ্ছদ » খবর

যে কারনে ব্রিটিশ গর্ভবতীদের ফ্লোরিডা যাওয়া নিষিদ্ধ

জিকা ভাইরাসের কারণে বৃটিশ স্বাস্থ্য দপ্তর সন্তান সম্ভবা নারী ও তাদের সঙ্গীদেরকে ফ্লোরিডা সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা এমন এক সময় এই পরামর্শ দিলেন যখন কয়েক হাজার বৃটিশ নাগরিক সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর ফ্লোরিডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রতি বছর প্রায় ১০ লাখ বৃটিশ নারী-পুরুষ ফ্লোরিডা সফর করে থাকেন। বৃটিশ স্বাস্থ্য অধিদপ্তর আগেই জানিয়েছে, এ পর্যন্ত ৫৩ জন জিকা ভাইরাস রোগী চিহ্নিত করা হয়েছে।

গেল মাসে তিনজন রোগীকে নিউহ্যাম্পশায়ারের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আয়ারল্যান্ডে দুইজন জিকা ভাইরাস আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এ গ্রীস্মে ইউরোপে জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ব্রাজিলে অনুষ্ঠেয় আসন্ন অলিম্পিকেও এই ভাইরাস ছড়ানোর বিষয়ে সংস্থাটি আগাম সতর্ক বার্তা দিয়ে রেখেছে। লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।