বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং কেলেঙ্কারির কারনে শাস্তিপ্রাপ্ত বাংলাদেশি ব্যাটসম্যান মোহাম্মাদ আশরাফুল চলতি বছরের আগস্ট মাসে ক্রিকেটে ফেরার কথা ছিল।
কিন্তু আশরাফুল ভক্তদের জন্য দুঃসংবাদ হচ্ছে, জাতীয় দল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরতে আরও দুই বছর অপেক্ষা করতে হবে এক সময়ের এই তারকা ব্যাটসম্যানকে।
তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটের ফেরার অপেক্ষায় ছিলেন আশরাফুল। আগস্টের ২০ তারিখ থেকে শুরু হওয়া প্রথম শ্রেণীর টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অংশ নেয়ার কথা ছিল তার।
কিন্তু জাতীয় দল ও ঘরোয়া টি-টুয়েন্টি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনই খেলতে পারবেন না মোহাম্মাদ আশরাফুল। এ জন্য সাবেক এই অধিনায়ককে আরও দুই বছর অপেক্ষা করতে হবে।
ফিক্সিংয়ের কারনে আশরাফুলকে প্রথমত আট বছর জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে বিসিসি ডিসিপ্লিনারি কমিটি দুই বছর নিষেধাজ্ঞা কমিয়ে পাঁচ বছরে আনা হয়।
তিন বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারলেও পাঁচ বছরের আগে জাতীয় দল ও বিপিএলে খেলতে পারবেন না বাংলাদেশের অনেক জয়ের নায়ক আশরাফুল।
আশরাফুলের আইনজ্ঞ ই-মেইলের মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছেন। আপাতত আশরাফুল ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।