আপনি আছেন » প্রচ্ছদ » খবর

খাসীর কোরমা বানানোর সহজ রেসিপি

খাসীর কোরমা বানাতে যা যা লাগছেঃ

খাসীর মাংস ১ কেজি দই / কাপ
পেঁয়াজ,বাটা / কাপ চিনি ২ চা. চা.
আদা,বাটা ১ টে. চা. লবণ ২ চা. চা.
রসুন,বাটা ২ চা. চা. ঘি / কাপ
দারচিনি,২ সে.মি. ৩ টুকরা পেঁয়াজ,স্লাইজ ৬ টি
এলাচ ৪ টি আলু (ইচ্ছা) ৬ টি
কেওড়া ২ টে. চা.  

 

 

দেখে নিন রন্ধনপ্রণালীঃ

১। খাসীর মাংস টুকরা করে ধুয়ে নাও। বাটা মসলা.গরম মসলা.দই ও / কাপ ঘি দিয়ে চুলায় দাও। মাংস সিদ্ধ হলে চিনি ও লবণ দিয়ে নামাও। সিদ্ধ না হলে আন্দাজ মত ফুটানো পানি দিয়ে আরও সিদ্ধ কর।

২। আলুর খোসা ছাড়িয়ে ২ টুকরা কর। বাকি ঘিয়ে আলু অল্প ভেজে তুলে রাখ।

৩। হাঁড়ির ঘিয়ে কাটা পেঁয়াজ দিয়ে হালকা বাদামী রং করে ভাজ। মাংস দিয়ে কষাও। মাংস ভাজা হলে আলু ও কেওড়া দিয়ে কষাও। ভুনা গন্ধ বের হলে আলু মাংস ডুবিয়ে পানি দাও। হাঁড়ির চারপাশ থেকে চামচ দিয়ে নেড়ে মসলা ছাড়িয়ে নাও। ঢেকে মাঝারি আঁচে ৫-৬ মিনিট ফুটাও। জ্বাল কমিয়ে কিছুক্ষণ দমে রাখ আলু সিদ্ধ হলে নামাও।