আপনি আছেন » প্রচ্ছদ » খবর

অটোরিকশা মিটারে না গেলে করণীয়

অটোরিকশায় যাত্রী ভাড়া গড়ে ৬০ ভাগ বাড়িয়ে মিটার বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। তবুও আগের মতোই চুক্তিতে বা চালকের ইচ্ছায় চলছে সিএনজি অটোরিকশা। যাত্রীদের পছন্দের গন্তব্যে যেতেও রাজি হচ্ছে না।

এ ক্ষেত্রে আমাদের করণীয়-
১) অটোরিক্সার নাম্বারটি লিখে ফেলুন। সম্ভব হলে নাম্বার প্লেটসহ বাহনটির একটি ছবি তুলে রাখুন (পরবর্তীতে প্রমান হিসেবে প্রয়োজন হতে পারে)।

২) ফোন করুন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) হটলাইেন।
নম্বর- ৯১১৩১৩৩, ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪, ৯০০৭৫৭৪
অফিস চলাকালীন সময়ে ফোন করে যে কেউ অভিযোগ দিতে পারবেন। এক্ষেত্রে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার , ঘটনার বিবরণ ও অটোরিকশাটির নাম্বারটি জানিয়ে অভিযোগ গ্রহণকারীকে সহযোগিতা করতে হবে।

৩) অভিযোগের এক থেকে দুই সপ্তাহের মধ্যে বিআরটিএ চিঠি দিয়ে আপনাকে একটি নির্দিষ্ট দিন-ক্ষণে তাদের অফিসে (বিআরটিএ, এলেনবাড়ি, তেজগাঁও, পুরাতন বিমানবন্দর সড়ক,ঢাকা-১২১৫) এসে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। একই সময় অভিযুক্ত চালক ও অটোরিকশাটির মালিককেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হবে।

নাগরিকের সাহায্য ছাড়া প্রশাসনের একার পক্ষে এই সমস্যা সমাধান সম্ভব নয়।