আপনি আছেন » প্রচ্ছদ » খবর

আইসিইউতে ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ে ঋষণা

এবছর শারদোৎসব শুরু হওয়ার আগেই বিষণ্ণ ঋতুপর্ণার পরিবার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’দিন আগেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁর মেয়ে ঋষণা। সপ্তমীতেই আরও উদ্বেগ বাড়ল পরিবারের। শহরে ডেঙ্গুর প্রকোপ ক্রমশই বাড়ছে। কিছুদিন আগেই এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল বিরসা দাশগুপ্ত ও বিদীপ্তা চক্রবর্তীর মেয়ে, টলিউডের কনিষ্ঠতম অভিনেত্রীদের অন্যতম ইদা। তার ঠিক পরেই একই রোগে আক্রান্ত হয় ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ে ঋষণা। গত ২৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।  জানা গিয়েছে, তার ঋষণার প্লেটলেট কাউন্ট কমে গিয়ে ৩৫,০০০-এর তলায় চলে গিয়েছে। তাই তড়িঘড়ি তাকে ট্রান্সফার করা হয়েছে আইসিইউ-তে। এই মুহূর্তে এএমআরআই মুকুন্দপুর হাসপাতালে ভর্তি রয়েছে সে। ঋষণার জ্বর আসে যখন, সেই সময় ঋতুপর্ণা কাজের সূত্রে কলকাতার বাইরে ছিলেন।

প্রথমে পরিবারের লোকজন ভেবেছিলেন সাধারণ জ্বর কিন্তু পরে জ্বর ১০৪ ডিগ্রি উঠলে পারিবারিক চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করানো হয়। তখনই ধরা পড়ে ডেঙ্গু। অবিলম্বে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। খবর পেয়ে কলকাতায় ফেরেন ঋতুপর্ণা এবং সেদিন থেকেই তিনি রয়েছেন হাসপাতালে মেয়ের সঙ্গে।  কিন্তু প্লেটলেট অনেকটা কমে যাওয়ায় স্বাভাবিক ভাবেই অত্যন্ত উদ্বিগ্ন তিনি এবং পরিবারের সবাই। আশা করা যায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ঋষণা।