আপনি আছেন » প্রচ্ছদ » খবর

প্রচুর পরিমানে ব্রন হলে কি করণীয়?

ব্রণের সমস্যা কমবেশি সবারই হয়। হিউমিড ওয়েদার আর ওয়েলি স্কিন এর জন্য দায়ী। বয়সন্ধী বা হরমোনাল চেঞ্জ ও আরেকটা কারণ। কিংবা কেমিক্যাল (কসমেটিক প্রোডাক্টস) অনেক বড় ভূমিকা পালন করে। তাই এইসব থেকে নিজেকে দূরে রাখতে পারলে কম হবে ব্রণ। আর যদি হয়েই যায়, তাইলে প্রাথমিক অবস্থায় ভাল ক্লিনজার (ফেস ওয়াস) দিয়ে রেগুলার ২/৩ বার মুখ ধুতে হবে। আর সাথে রোদে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ রোদে ওয়েলি স্কিন আরো বেশি এফেক্টেড হয়। এছাড়া নরমাল ব্রণ না হয়ে যদি সিভিয়ার কিছু হয়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখিয়ে এন্টি বায়োটিক খেতে হবে। তবে, মুখ মাথা সব সময় পরিষ্কার রাখলে ব্রণ অনেক কম থাকে। সংগে প্রচুর পানি খেতে হবে।

ব্রণের জন্য আপনি ফোনা® ক্রিমটি ব্যবহার করতে পারেন।

মাত্রা ও ব্যবহার বিধি : ফোনা® ০.১% ক্রীম ত্বকের আক্রান্তস্থানে প্রতিদিন রাতে একবার প্রয়োগ করতে হবে। ফোনা® ০.৩% জেল সারা মুখে এবং ত্বকের আক্রান্ত স্থানে প্রতিদিন সন্ধ্যায় একবার প্রয়োগ করতে হবে। ব্রণ আক্রান্ত সম্পূর্ণ স্থানে ফোনা ০.১% ক্রীম/0.3% জেল পাতলা করে লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন আক্রান্ত পুরো জায়গাতেই ভালোভাবে ওষুধ প্রয়োগ করা হয়।