আপনি আছেন » প্রচ্ছদ » খবর

রোহিঙ্গাদের জন্য আরো ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরো ২০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ইন্দোনেশিয়ার দুটি পরিবহন বিমান লুঙ্গি, শিশু খাদ্য ও জেনারেটরসহ ১০ টন করে ত্রাণসামগ্রী নিয়ে আজ সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে। জেলা প্রশাসন সূত্র জানায়, ইন্দোনেশিয়া প্রতিনিধিদলের কাছ থেকে এই ত্রাণসামগ্রী গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান। ইন্দোনেশীয় সরকার এ পর্যন্ত ৮টি পরিবহন বিমানে মোট ৭৭ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এর আগে রোহিঙ্গাদের জন্য ভারত ৫৩ টন ও মরক্কো ১৪ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। এগুলো গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিমান বন্দরে পৌঁছে। তাছাড়া গত ৯ সেপ্টেম্বর মালয়েশিয়া ১২ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।

/বাসস/