আপনি আছেন » প্রচ্ছদ » খবর

বিভিন্ন পদে নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক

ন্যাশনাল বিজনেস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, সিনিয়র সেলস ম্যানেজার এবং সেলস ম্যানেজার পদে নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :

ন্যাশনাল বিজনেস ম্যানেজার
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই বছর জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজের অভিজ্ঞতাসহ মোট ১৩ বছরের অভিজ্ঞতাধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। পদটিতে আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব ৪৫ বছর। নিয়োগপ্রাপ্ত প্রার্থী দুই লাখ ৫১ হাজার ৭৫০ টাকা মূল বেতনসহ অন্যান্য সুবিধা পাবেন।

এরিয়া ম্যানেজার
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং চার বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব ৪০ বছর। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা অন্যান্য সুবিধাসহ বেতন পাবেন ৩৭ হাজার ৬২৫ টাকা।

সিনিয়র সেলস ম্যানেজার
যেকোনো বিষয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনূর্ধ্ব ৩৭ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বেতন পাবেন ২৭ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া থাকবে অন্যান্য সুবিধা।

সেলস ম্যানেজার
যেকোনো বিষয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১৮ হাজার ৮৭৫ টাকা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এক কপি ছবি ও সর্বশেষ শিক্ষাসনদের কপিসহ অনলাইনে আবেদন করতে পারবেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের (www.dutchbanglabank.com/online_job) মাধ্যমে। আবেদনপত্র সংগ্রহ করা হবে আগামী ১০ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২১ জানুয়ারি-২০১৬ তারিখে (পৃষ্ঠা-০৫) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।