আপনি আছেন » প্রচ্ছদ » খবর

কানের সেরা পোশাক ঐশ্বরিয়ার

কয়েকদিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা। কে জিতেন কানের সেরা পোশাকের খেতাবটি। অবশেষে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় সুন্দরীদের মধ্যে সেরা পোশাকের খেতাব জিতেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতের অপর ২ সুন্দরী বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ক্যাটরিনা কাইফকে পেছনে ফেলে সেরা পোশাকের খেতাবটি জিতেন সাবেক এ বিশ্বসুন্দরী। নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন লাল গালিচায় ঐশ্বরিয়ার পরনে থাকা লেবানিজ ডিজাইনার এলি সাবের উজ্জ্বল সবুজ মূলবান পাথর খচিত পোশাকটি পেয়েছে সবচেয়ে বেশি ভোট। ফ্রেঞ্চ রিভেরিয়ার লাল গালিচায় তার মনোমুগ্ধকর উপস্থিতি প্রত্যেক মহলের প্রশংসা কুড়িয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সেরা পোশাকের খেতাব জিততে তাকে নামতে হয় জোর প্রতিযোগিতায়। এ নিয়ে সম্প্রতি এক জরিপ চালায় ইন্ডিয়ান এক্সপ্রেস। আর সেখানেই পাঠকদের ভোটে সেরার এই খেতাব জিতেন টানা ১৪ বছর কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের নিয়মিত মুখ ঐশ্বরিয়া। লাল গালিচায় ঐশ্বরিয়ার পরনে থাকা লেবানিজ ডিজাইনার এলি সাবের উজ্জ্বল সবুজ মূলবান পাথর খচিত পোশাকটি পেয়েছে সবচেয়ে বেশি ভোট। এ পোশাকটি পেয়েছে শতকরা ৫০ দশমিক ৫৩ ভোট। এটিই ছিল এ বছর সেরা লুক। আর ভারতীয় ডিজাইনার সব্যসাচীর ফুলেল জাম্পস্যুটটি পেয়েছে ১৬ দশমিক ৮২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে অভিষেক ঘটা ক্যাটরিনা কাইফ। সংবাদ সম্মেলনে পরা মার্কিন ডিজাইনার মিলির করা একরঙা ক্রপ টপ এবং সাদা কালো স্কার্ট পোশাকটি জিতেছে ৩৮ দশমিক ৯৬ শতাংশ ভোট। আর লাল গালিচায় লালচুলের সঙ্গে মিল রেখে পরা লাল রঙের পোশাকটি পেয়েছে ৩১ দশমিক ১ শতাংশ ভোট। অন্যদিকে কানে সেরা পোশাকের ৩য় স্থানটি দখলে গেছে ফ্যাশনেবল সোনম কাপুরের। তার পরা ব্রিটিশ ফ্যাশন হাউজ রালফ অ্যান্ড রুশোর নকশা করা নীল রঙের পোশাক পেয়েছে ৫১ দশমিক ৫৫ শতাংশ ভোট।