আপনি আছেন » প্রচ্ছদ » খবর

জন্ম বিরতিকরন পিলের কারণে ওজন বাড়ছে, সমাধান কি?

প্রায় সবরকম ওষুধেরই কোনও না কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। যেমন অ্যাসপিরিন সেবনের পর বুক জ্বালাপোড়া করতে পারে, কাশির ওষুধে ঘুম ঘুম ভাব হয়। তবে বেশির ভাগ জন্ম বিরতিকরন পিলের পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হল – যৌনাঙ্গে অস্বাভাবিক রক্তপাত, স্তনে ব্যথা, বমি বমি ভাব এবং মাথা ব্যথা। আবার অনেক ক্ষেত্রে, পিল সেবনের কারণে অনেক মহিলার ওজন বৃদ্ধি পায়। এর প্রধান কারণ হল শরীর থেকে ফ্লুইড বের হতে না পেরে ওজন বেড়ে যায়। কিন্তু এই ওজন খুব বেশি নয় এবং অনেক মহিলার ক্ষেত্রে ওজন বাড়ে না। বাড়তি ওজন খুব দ্রুত ২ থেকে ৩ মাসের মাঝে কমে যায়।

যদি পিল সেবনের কারণে আপনার ওজন বেড়ে যেতে শুরু করে তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় ডাক্তার আপনাকে অন্য কোন পিল সেবনের পরামর্শ দিতে পারেন। কারণ, সব পিল একরকম হয় না। জন্ম বিরতিকরন পিল মূলত ২ ধরণের হয় – কম্বিনেশান পিল যাতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টিন থাকে এবং অন্যটি শুধু পিল। বেশির ভাগ জন্ম বিরতিকরন পিল একই রকম ইস্ট্রোজেন ব্যবহার করে কিন্তু ভিন্ন ভিন্ন ডোজে। অর্থাৎ একেক জন্ম বিরতিকরন পিলে হরমোনের ডোজে সামান্য হেরফের হতে পারে। আর এর কারণেই পিলের পার্শ্বপ্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হয় পিল ভেদে। আপনি যেই পিলই খান না কেন, কোন পিল শুরু করার পর একে কমপক্ষে ৩ মাস সময় দিন এর পার্শ্ব-প্রতিক্রিয়াগুলি কাটার জন্য।