আপনি আছেন » প্রচ্ছদ » খবর

চুল সিল্কি, সুন্দর ও মজবুত করার ২টি প্যাক

সব থেকে একটা সহজ উপায় হল আপনার মাথায় শ্যাম্পু করার পর ( যে শ্যম্পু আপনি ব্যবহার করেন) চুল ধুয়ে ফেলুন। তারপর একটি পাত্রে এক মগ পানির সাথে একটি লেবুর রস ভালো করে মিশান তারপর এই পানি দিয়ে চুলটা আস্তে আস্তে আবার ধুয়ে ফেলুন। আস্তে করে চুলটা মুছে নিন। চুলটা শুকানোর দেখবেন আপনার কতটা সিল্কি মসৃন ও সুন্দর হয়েছে। চুল সিল্কি করার আর একটি সহজ উপায় হল টক দই এর ব্যবহার। তবে এই টক দই এর সাথে অবশ্যই লেবুর রস মিসাতে ভুলবেননা। আপনাদের সুবিধার জন্য নিচে তৈরি করার পদ্ধতি দেওয়া হল।
* এক কাপ টক দই।
* একটি লেবুর রস এবং
* ২ টেবিল চামচ তেল।

আরও একটি উপায় হলো-- ১টি/২টি(চুলের উপর নির্ভর করে) পাকা কলা, ২টেবিল চামচ মধু, ৩টেবিল চামচ নারিকেল তেল। এগুলো ভালো করে মিশিয়ে সমস্ত চুলে মাখিয়ে আধ ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।কন্ডিশনারে দরকার নেই,কলা প্রাকৃতিক কন্ডশনারের কাজ করবে।