আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ভুয়া র‌্যাব কর্মকর্তাসহ ৪ প্রতারক গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক অভিযান চালিয়ে ভুয়া র‌্যাব কর্মকর্তাসহ ৪ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় এক জোড়া হ্যান্ড ক্যাপ, ৬টি মোবাইল সেট, ১টি বাঁশি এবং নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়। প্রতারণার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকারও জব্দ করা হয়। র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৮-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের সামনের সড়কে কয়েকজন প্রতারক র‌্যাবে কর্মরত সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছে। এ খবরের ভিত্তিতে শনিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ভুয়া র‌্যাব কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ওরফে শুভো (২১), তার সহযোগী রিক্তা খাতুন (২০), মোঃ ওয়াসিম আকরাম (২০) ও মোঃ সোহেল রানাকে (২২) গ্রেফতার করে।  গ্রেফতারকৃত তৌহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে বিভিন্ন সময় র‌্যাবে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করতো।