আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত ও অপর ৪২ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। নাজিব দানিশ নামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, একটি বাস লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়। বাসটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। ডেপুটি গভর্ণমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোহাকিকের বাড়ির কাছে চালানো এই ঘটনায় ৪২ জন আহত হয়েছে।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র। আফগান সরকারের এক মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নগরীর পশ্চিমে শিয়া অধ্যুষিত এলাকায় এক আত্মঘাতী হামলাকারী গাড়ি বোমা হামলা চালায়। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।