আপনি আছেন » প্রচ্ছদ » খবর

৩৬তম বিসিএস প্রিলিমিনারি তারিখ ঘোষণা

অবশেষে ৩৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১.৩০ মিনিটে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৮ জানুয়ারি ২০১৬ তারিখে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে সংবাদপত্র ও কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

উল্লেখ্য, সেপ্টেম্বর-২০১৫ তে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ ছিল ৩৬তম বিসিএস’র প্রিলিমিনারির।

এর আগে গত ৩১ মে ৫৪২টি সাধারণ ক্যাডারের পদসহ মোট ২ হাজার ১৮০টি শূন্যপদে নিয়োগ দিতে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১৪ জুন থেকে শুরু হওয়া আবেদনের সময়সীমা শেষ হয় গত ২৩ জুলাই। পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সেপ্টেম্বরে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।