আপনি আছেন » প্রচ্ছদ » খবর

চুল উজ্জ্বল ও সিল্কি করতে, চুল পড়া কমাতে দারুন কাজের চা পাতা!

চুল নিয়ে কে না চিন্তিত। চুলে খুশকি, চুলপড়া, রুক্ষ চুল এসব নিয়ে জেরবার এমন লোকের সংখ্যা নেহাত কম নয়। অথচ বাড়িতে কিছু ঘরোয়া পদ্ধতিতেই আমরা অনেকক্ষেত্রেই এই সমস্যার সমাধার করতে পারি। ‌যেমন চুলের জন্য চায়ের লিকার একটা গুরুত্বপূর্ণ উপাদান। এটা হয়ত অনেকেরই জানা নেই।

চায়ের লিকার কীভাবে চুলে ব্যবহার করবেন? ব্যবহার করা চায়ের পাতা ফেলে না দিয়ে সেটা রেখে দিন। এবার সেটা কিছুটা পরিষ্কার জলে ধুয়ে আবার ফুটিয়ে নিন। তার থেকে ‌যে চায়ের লিকার বের হবে সেটা ঠাণ্ডা করে রাখুন। এবার শ্যাম্পু করার পর ওই লিকার দিয়ে চুলে দিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর ধুয়ে ফেলুন।