নতুন ধারাবাহিকের প্রোমো দেখানো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই জল্পনা আরও দুটি সিরিয়াল কী বন্ধ হতে চলেছে স্টার জলসায়? মোটামুটি ভাবে মে মাসের শেষ থেকে বা জুনের প্রথম সপ্তাহ থেকেই নতুন সিরিয়ালগুলি শুরু হতে চলেছে বলে শোনা যাচ্ছে।
আইপিএলের আগে স্টার জলসা-র জিআরপি 700 এর উপরে পৌঁছে গেলেও এখন তা নেমে এসেছে 500 এর ঘরে। শুধু স্টার জলসা নয়, জি বাংলার জিআরপিও অনেকটাই নেমে গিয়েছে আইপিএলের কারণে। তাই এই অবস্থায় নতুন ধারাবাহিক লঞ্চ করাটা খুব একটা ফলপ্রসূ হবে না বলেই ধারনা টলি পাড়ায়। এখন প্রশ্ন হল, কোন কোন চলতি সরিয়ালগুলি বন্ধ হয়ে নতুন সিরিয়াল চালু হতে চলেছে ?
সূত্রের খবর, বন্ধ হতে পারে ‘দেবীপক্ষ’ ও ‘স্বপ্ন উড়ান’। তার জায়গায় আসতে পারে ‘মায়ার বাঁধন’ ও ‘ভজগোবিন্দ’ নামে এই সিরিয়াল দু’টি।
সম্প্রতি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দুর্ঘটনার পরে টলিপাড়া অনুসারে, ‘ইচ্ছেনদী’ বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যদিও স্টার জলসা কর্তৃপক্ষ এই গুঞ্জনকে সত্য বলতে নারাজ। এই প্রসঙ্গে তাঁরা জানান যে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত তারা করেন নি।