কার্ডিফে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যন্ড। এই ম্যাচে ৪ পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট, সে ক্ষেত্রে তাসকিন কে দলে যায়গা করে দিতে সরে যেতে হতে পারে মেহেদি মিরাজকে। আজ জিতলে সেমিফাইনালের দরজা খোলা থাকবে বাংলাদেশের জন্য, যদিও সেটা নির্ভর করবে অস্ট্রেলিয়া ইংল্যন্ড ম্যাচের উপর। ওই ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হবে অস্ট্রেলিয়াকে।
আজ ম্যাচটি অনুষ্ঠিত হবে সোফিয়া গার্ডেনে। ১২ বছর আগে এই মাঠেই অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে প্রথম বারের মতন অস্ট্রেলিয়া বধের স্বাদ নেয় বাংলাদেশ। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসার আগে উইকেটে চোখ বুলিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। উইকেটে স্বাভাবিকের তুলনায় লম্বা ঘাস। যা ম্যাচের ঠিক আগে ছেটে ফেলার কথা। তারপরও কিছু ঘাস থাকবে নিশ্চিত। সেটাও যদি না থাকে, কার্ডিফের উইকেটে বাউন্ডস থাকবে তারপরও।
এইসব কারনেই বাংলাদেশ আজ ৪ পেসার নিয়ে মাঠে নামতে পারে। আজ মিরাজের যায়গায় খেলতে পারেন স্পিড স্টার তাসকিন।