সকালের শুরুতে কিংবা পড়ন্ত বিকেলে এককাপ চা বা কফি না হলে যে চলেই না। অফিস যাবার আগে অথবা কাজের মধ্যখানে নিজেকে একটু চাঙা করতে কে না চায়। কিন্তু ধরুন আপনার প্রিয় সাদা শার্ট বা টপসে অসাবধানতাবশত কফি পড়ে গেল। কি করবেন? এর দাগ তুলে ফেলাও সহজ কাজ নয়। তাই হতাশ না হয়ে মুশকিল সেসব জেদি দাগ তুলে ফেলার কিছু কৌশল প্রয়োগ করুন:
♦ ব্লটিং পেপার বা টিস্যু রাখুন চা বা কফি পরে যাওয়া কাপড়ের উপর। যাতে সবটুকু শুষে নিতে পারে। তারপর দাগপড়া কাপড়ের পেছনদিকে আলতো করে ধুয়ে ফেলুন।
♦ ডিটারজেন্ট, ভিনেগার এবং ঠাণ্ডা পানির সমন্বয়ে একটি মিশ্রণ তৈরি করুন, অনেকটা পেস্টের মত হবে। তারপর দাগের উপর টুথব্রাশ দিয়ে ঘষতে থাকুন পাঁচমিনিটের জন্য। এরপর কাপড়টি ধুয়ে ফেলুন।
♦ যদি এতেও দাগ না ওঠে তবে যে অংশে দাগ লেগেছে তা সারারাত ঠাণ্ডা দুধে ভিজিয়ে রেখে পরদিন মৃদু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে হবে।
♦ যদি তারপরও দাগ না যায়, তবে কাপড় ভেজা থাকা অবস্থায় এই প্রক্রিয়ায় আবারো পরিষ্কারের চেষ্টা করুন। যদি আপনার কাছে দাগ তোলার জন্য প্রয়োজনীয় উপকরণাদি না থাকে, তবে সেই দাগের উপর কিছুটা বেকিং সোডা ছিটিয়ে দিন। এতে করে সহজে দাগ শুকিয়ে কাপড়ে বসে যাওয়ার সম্ভাবনা নেই। এরপর পানিতে ধুয়ে ফেলুন দাগ। উঠে যাবে।
♦ তবে সিল্ক, সূক্ষ্ম কাপড় ও গালিচার ক্ষেত্রে এমনটা না করাই ভাল।